ক্যানিং এর তিন তৃনমূল দলের নেতা ও কর্মী হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রফিকুল সরদার কে কেরালা থেকে গ্রেপ্তার
২৭ আগস্ট, ২০২২, 5:51 PM
২৭ আগস্ট, ২০২২, 5:51 PM
ক্যানিং এর তিন তৃনমূল দলের নেতা ও কর্মী হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রফিকুল সরদার কে কেরালা থেকে গ্রেপ্তার
মাস দুই আগে ২১শে, জুলাই তৃনমূল দলের শহীদ দিবস উপলক্ষে একটি সভায় যাওয়ার পথে ক্যানিং এর ধর্মতলা এলাকায় খুন হয় তিন তৃনমূল দলের নেতা ও কর্মী। এবং তাদেরকে রাস্তায় ফেলে গুলি করে এবং ধারল অস্ত্র দিয়ে হত্যা করে রফিকুল ইসলাম সরদার নামে এক কুখ্যাত দুস্কৃতিকারী ও তার দলবল। ঘটনার পর রাস্তায় নেমে দোষীদের গ্রেপ্তার করার দাবিতে আন্দোলন শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃনমূল দলের নেতা ও কর্মীরা। এই ঘটনার পর দোষীদের গ্রেপ্তার করার দাবি জানান পশ্চিম বাংলার বিধানসভার স্ট্যান্ডিং কমিটি র চেয়ারম্যান ও ক্যানিং পূর্ব বিধায়ক এবং সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান তৃনমূল দলের রাজ্যে কমিটি র সাধারণ সম্পাদক শওকাত মোল্লা এবং ভারতের লোকসভার সদস্য শ্রীমতী মালা রায় ও শ্রীমতী কাকলী ঘোষ দস্তিদার এবং পশ্চিম বাংলার বিধানসভার স্পিকার ও বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্রী বিমান ব্যানার্জী সহ তৃনমূল দলের অন্যান্য নেতা। এই ঘটনার পর বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি টিম গঠন করা হয় খুনি রফিকুল ইসলাম সরদার কে ধরার জন্য। তার জন্য কাজে লাগানো হয় বারুইপুর জেলা পুলিশের স্পেশাল ফোর্সেস অফিসারদের। এবং তারা খুনি রফিকুল ইসলাম সরদার এর খোঁজ পায় কেরালা রাজ্যের কোঝিকোড় জেলায়। সেখানে রঙ মিস্ত্রি র কাজ করছে বলে খবর পায়। এবং রফিকুল ইসলাম সরদার এর মোবাইল ফোন টাওয়ার এর লোকেশন ঠিক করে গতকাল গভীর রাতে রফিকুল ইসলাম সরদার কে কেরালা রাজ্য থেকে গ্রেপ্তার করে আনে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল ফোর্সেস। ধৃত রফিকুল ইসলাম সরদার ক্যানিং ধর্মতলা তে যে তিনজন তৃনমূল দলের নেতা ও কর্মী খুন হন তা স্বীকার করেছেন। ধৃত কে আজ বারুইপুর জেলা আদালতে হাজির করা হবে এবং তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে।