ঢাকা ১২ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
শতাধিক আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্যম মঞ্চ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে ১কোটি ২৪ লাখ টাকা জরিমানা: ১১টির কার্যক্রম বন্ধ এবং ১৫ টি বন্ধের নির্দেশ ড্যাপ-ফারে ক্ষতিগ্রস্ত ঢাকার দেড় লক্ষাধিক ভূমি মালিক দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ডিপো মালিকদের মতবিনিময় গ্রিন লাইন পরিবহনের অপেশাদার আচরণ, মধ্যরাতে ভোগান্তিতে প্রবাসী গ্রিন লাইন পরিবহনের অপেগ্রিন লাইন পরিবহনের অপেশাদার আচরণ, মধ্যরাতে ভোগান্তিতে প্রবাসীশাদার আচরণ, মধ্যরাতে ভোগান্তিতে প্রবাসী ওয়াটসঅন অ্যাওয়ার্ডস ও আইটি সার্টিফিকেশন ২০২৫ বসুন্ধরা আই হসপিটালের সহায়তায় চিকিৎসা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার ৬ শতাধিক মানুষ আজ তাহমিদের পঞ্চম তম জন্মদিন

কেন্দ্রীয় সরাস্ট্রমন্রী অমিত শাহের সাথে দেখা করলেন পশ্চিম বাংলার রাজ্যপাল জগদীশ ধনকড়।

#

৩০ মার্চ, ২০২২,  12:04 PM

news image

নয়া দিল্লীতে কেন্দ্রীয় সরাস্ট্রমন্রী অমিত শাহের সাথে পশ্চিম বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে দেখা করলেন পশ্চিম বাংলার রাজ্যপাল জগদীশ ধনকড়। তিনি, পশ্চিম বাংলার বীরভূম জেলার রামপুরহাট বগটুই গ্রামে গনহত্যার ঘটনা নিয়ে বিস্তারিত বিবরণ দেন বি জে পি নেতা ও কেন্দ্রীয় সরাস্ট্রমন্রী অমিত শাহ কে। সেই সঙ্গে তাঁর সাথে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজভবন থেকে চিঠি চালাচালি হয়েছে তার বিবরণ দেওয়া হয়। এবং পশ্চিম বাংলার বিধান সভার মধ্যে বীরভূমের বগটুই গ্রামে গনহত্যার ঘটনা নিয়ে শাসক দলের সদস্যদের সাথে বিরোধী দলের যে হাতাহাতি এবং মারপিট হয়েছে তা জানান। পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশের ভূমিকা পালন নিয়ে কেন্দ্রীয় সরাস্ট্রমন্রী অমিত শাহ কে শোনানো হয়। গত সপ্তাহে পশ্চিম বাংলার শাসক তৃনমূল দলের নেতা ও সদস্যদের নিয়ে কেন্দ্রীয় সরাস্ট্রমন্রী অমিত শাহের সাথে দেখা করেন তৃনমূল দলের চিফ হুইপ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার ঠিক এক সপ্তাহ বাদে পশ্চিম বাংলার রাজ্যপাল জগদীশ ধনকড় কেন্দ্রীয় সরাস্ট্রমন্রী অমিত শাহের সাথে দেখা করা নিয়ে কৌতহল ঘিরে রয়েছে। আগামী কাল পশ্চিম বাংলার বিধান সভার বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার বিধান সভার বি জে পি দলের বিধায়ক নিয়ে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করতে যাচ্ছেন।।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি