সংবাদ শিরোনাম
কলকাতা হাইকোর্টের সাথে চালাকি, প্রধান শিক্ষককে ধরে আনতে নির্দেশ বিচারপতির
১৪ মার্চ, ২০২২, 3:35 PM
১৪ মার্চ, ২০২২, 3:35 PM
কলকাতা হাইকোর্টের সাথে চালাকি, প্রধান শিক্ষককে ধরে আনতে নির্দেশ বিচারপতির
উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদার নলডুগবি হাইস্কুলের শিক্ষক বদলি নিয়ে এন ও সি র নিয়ম ভাঙ্গার জন্য ঔ হাইস্কুলের প্রধান শিক্ষক ও হাইস্কুলের প্রশাসক কে ধরে আনতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী অভিজিৎ ব্যানার্জী। সেই সঙ্গে তাদের কলকাতা হাইকোর্টে পেশ করা নিশ্চিত করতে উত্তর চব্বিশ পরগনা জেলার পুলিশ সুপার ও বাগদা থানার ওসি কে নির্দেশ দেন। এবং তাদের কে কলকাতা হাইকোর্টে পেশ করাতে আগামী ১৬,ই, মার্চ সময় দিয়েছেন। কেন এন ও সি র নিয়ম ভঙ্গ করেছে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সম্পর্কিত