কলকাতা হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হচ্ছে বজবজ পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাড়ি
১২ মে, ২০২২, 9:18 PM
১২ মে, ২০২২, 9:18 PM
কলকাতা হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হচ্ছে বজবজ পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাড়ি
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ মেনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ পৌরসভার ১৯,নম্বার, ওয়াডের কাউন্সিলর জনাব লুৎফর রহমান সাহেবের পাচ তলা বেআইনি বাড়ি ভাঙতে শুরু করে দিল বজবজ পৌরসভা। কারণ বজবজ পৌরসভার ভাইস চেয়ারম্যান ও ১৯,নম্বার, এর পৌর পিতা জনাব লুৎফর রহমান সাহেব যে বাড়িটি নির্মাণ করছিল তাতে বজবজ পৌরসভার কোন অনুমোদন ছিল না। অথাৎ বেআইনি ভাবে ভাবে তৈরি করছিল। কলকাতা হাইকোর্টে এক আইনজীবি র করা জনস্বার্থ মামলার রায় ঘোষণা করতে গিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন যে অবিলম্বে বজবজ পৌরসভার ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান সাহেবের বেআইনি বাড়িটি ভেঙে দিতে হবে। এই ঘোষণার পর বজবজ পৌরসভার চেয়ারম্যান শ্রী গৌতম দাসগুপ্ত নির্দেশ দেন বাড়িটি ভেঙে ফেলার জন্য।