কলকাতা পৌরসভা নির্বাচনে একাই লড়াই করতে, ১৪৪টি ওয়ার্ডে প্রার্থী দিল ভারতের জাতীয় কংগ্রেস
৩০ নভেম্বর, ২০২১, 5:06 PM
৩০ নভেম্বর, ২০২১, 5:06 PM
কলকাতা পৌরসভা নির্বাচনে একাই লড়াই করতে, ১৪৪টি ওয়ার্ডে প্রার্থী দিল ভারতের জাতীয় কংগ্রেস
সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী নির্বাচনে কলকাতা পৌরসভার নির্বাচনে একা লড়াই করতে চলেছে ভারতের জাতীয় কংগ্রেস। আজ এ কথা জানিয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী এম পি। তবে কিছু কিছু যায়গায় ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী দিয়ে পরে পরিবর্তন করা হয়েছে। যেমন কলকাতা পৌরসভার, ৪৩,৭৭,৩৪,নাম্বার, ওয়াডে প্রার্থী বদল করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে পয়সার বিনিময়ে দলের টিকিট পাইয়ে দেবার জন্য সরাসরি প্রদেশ কঙগ্রেসের নেতা শ্রী সৌম্য আইচ রায়ের দিকে আঙ্গুল তুলেছে। এবারের নির্বাচনে কলকাতা পৌরসভার বিদায়ী কাউন্সিলার শ্রী সন্তোষ পাঠক ও প্রকাশ উপাধ্যায় কে ফের টিকিট দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। শ্রী সন্তোষ পাঠক বড়বাজার ও শ্রী প্রকাশ উপাধ্যায় কলকাতার রাজাবাজার এলাকা থেকে লড়াই করতে নেমে পড়েছে। তবে পশ্চিম বাংলার ভারতের জাতীয় কংগ্রেসের শক্তি কিছুটা কুমে গেলেও শক্তি হারিয়ে ফেলেন নি তার প্রমাণ দিয়েছেন প্রতিটি ওয়াডে প্রার্থী দিয়ে।কলকাতার পৌরসভা নির্বাচনে প্রচারে মনোনিবেশ করবেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী এম পি এবং শ্রী প্রদীপ ভট্টাচার্য এম পি এবং শ্রীমতী কৃষ্ণা দেবনাথ ও শ্রীমতী ডাক্তার মায়া ঘোষ এবং বন্দর এলাকার দাপুটে নেতা জনাব মুক্তার আহমেদ ও কামারুজ্জামান কামার এবং জনাব সাদাব খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।