কলকাতা পৌরসভার তৃনমূল দলের সন্ত্রাস ও বিরোধী দলের উপর হামলার প্রতিবাদে পশ্চিম বাংলার রাজ্যপালের সাথে দেখা করলেন বিজেপি বিধায়করা
২০ ডিসেম্বর, ২০২১, 5:19 PM
২০ ডিসেম্বর, ২০২১, 5:19 PM
কলকাতা পৌরসভার তৃনমূল দলের সন্ত্রাস ও বিরোধী দলের উপর হামলার প্রতিবাদে পশ্চিম বাংলার রাজ্যপালের সাথে দেখা করলেন বিজেপি বিধায়করা
গতকাল কলকাতার পৌরসভা নির্বাচনে পশ্চিম বাংলার শাসক দলের নেতা ও কর্মীরা বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর হামলা চালায়। এবং কলকাতার বহু বুথ দখল করে নেয় ও ছাপ্পা ভোট দিতে থাকে এবং বুথ দখল করে সেখান থেকে বিরোধী দলের বুথ এজেন্ট কে বের করে দেয়। এইসব ঘটনা কলকাতার পুলিশ ও নির্বাচন কমিশনের সামনে হয়েছে। এবং কলকাতার পুলিশ নিরব দর্শকদের ভূমিকা পালন করেন। বহু যায়গায় বিরোধী দলের প্রার্থী ও তাদের নেতা ও কর্মীদের এবং বুথ এজেন্ট এর উপর হামলা চালায় শাসক দলের সদস্যরা। এবং কলকাতার পৌরসভার নির্বাচনে বহু যায়গায় রক্তাক্ত হয়ে যায়। এর প্রতিবাদে গতকাল গভীর রাতে পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড়ের সাথে মিলিত হয়ে প্রতিবাদ জানান। এবং পশ্চিম বাংলার কলকাতার এম এল এ হোস্টেলে তাদের, ২০,জন, দলের বিধায়ক কে বাইরে থেকে তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন। সেই সঙ্গে কলকাতার পৌরসভার নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী ও নেতা এবং কর্মীদের উপর হামলা র প্রতিবাদে কলকাতার নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা। তবে পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড় সব ঘটনা মন দিয়ে শুনেছেন এবং পুরো রিপোর্ট চাইতে পারে কলকাতা পুলিশের কাছে।