কলকাতা পুলিশের উদ্দোগে চালু করা হল মহিলা নিরাপত্তা ব্যবস্থা নির্ভয়া প্রজেক্ট কর্মশালা
০৮ ডিসেম্বর, ২০২১, 9:26 PM
০৮ ডিসেম্বর, ২০২১, 9:26 PM
কলকাতা পুলিশের উদ্দোগে চালু করা হল মহিলা নিরাপত্তা ব্যবস্থা নির্ভয়া প্রজেক্ট কর্মশালা
পথ চলিত সাধারণ মানুষের জন্য ও কলকাতা যাতায়াত কারি মহিলাদের নিরপেক্ষতার জন্য চালু করা হয়েছে নির্ভয়া প্রজেক্ট কর্মশালা। এই শহরের নজরুল মঞ্চে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলকাতা পুলিশের নগরপাল শ্রী সৌমেন মিত্র আই পি এস ও কলকাতা ট্রাফিক পুলিশ এর ডি সি শ্রী অরজিৎ সিনহা আই পি এস। এছাড়াও কলকাতা ট্রাফিক পুলিশের অধীনে সাউথ ইস্ট ট্রাফিক গার্ড এর কমিশনারগণ। এই অনুষ্ঠানে লক্ষ্য ঠিক করা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের অধীনে প্রায়, ২৫,টি, ইউনিট একসাথে কাজ করবে। এবং ১০,টি, করে প্রশিক্ষণ শিবিরের ব্যাবস্থা করবে। এবং কলকাতা ট্রাফিক পুলিশের অধীনে প্রায়, ১০,হাজার, ৫০০,জন, কে প্রশিক্ষণ দেওয়া হবে পথচারী মানুষের সাথে কি ভাবে মানবিক ব্যবহার করতে হয়। এবং রাস্তার সাধারণ কাস্টমারের সাথে কেমন ব্যবহার করতে হবে এবং গাড়ি চালানোর বিশেষয়ে নানা রকম ট্রাফিক পুলিশ আইনের মধ্যে কি কি নিয়ম আছে, কেমন করে ট্রাফিক শিগনাল মেনে কাজ করতে হবে তা শেখানো হবে। ট্রাফিক সিগন্যাল প্রসেসিং এবং স্টিগার মারা সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এবং প্রশিক্ষণ শেষে তাদের হাতে মান পত্র তুলে দেওয়া হবে।