কলকাতা থেকে হলদিয়া হয়ে সাগর যাওয়ার রাত্রি কালিন যাত্রা শুরু হতে চলেছে
২২ এপ্রিল, ২০২২, 3:17 PM
২২ এপ্রিল, ২০২২, 3:17 PM
কলকাতা থেকে হলদিয়া হয়ে সাগর যাওয়ার রাত্রি কালিন যাত্রা শুরু হতে চলেছে
আজ কলকাতার বিশ্ব বাণিজ্য মেলায় অংশ নিতে কলকাতা বন্দরের চেয়ারম্যান শ্রী বিনীত কুমার জানিয়েছেন যে আগামী দিনে কলকাতা বন্দর কে লাভ জনক হিসেবে তুলে ধরতে রাত্রি কালিন জাহাজ চলাচলের উপযোগী করে তোলার জন্য সবধরনের ব্যাবস্থা করা হচ্ছে। এর ফলে কলকাতা বন্দরের চাপ কমাতে পারে এবং আর্থিক ভাবে লাভবান হতে পারে। চলতি বছরের ২০২০,থেকে, ২০২১,পযন্ত, কলকাতা বন্দরের লাভ করেছে মোট ১২০,কোটি, টাকা। এবং রাত্রি কালিন জাহাজ চলাচলের করলে কলকাতা থেকে হলদিয়া বন্দর ও সাগরের উপকূল বরাবর চলতে থাকলে বহু চাপ মুক্ত হবে কলকাতা বন্দর ও হলদিয়া বন্দর এবং সাগরের উপকূলে আসা দেশী ও বিদেশি জাহাজের উপর। সেই সাথে দেশী ও বিদেশি জাহাজের উপর থেকে চাপ মুক্ত হবে। এবং বন্দরের কর মুক্ত থেকে আসা যাওয়া করা দেশী ও বিদেশি জাহাজের জন্য অনেকটাই কমে যাবে। সেই সাথে আগামী দিনে কলকাতা বন্দর ও হলদিয়া বন্দর কে লাভ জনক ভাবে করে তুলতে ১৭০০০, হাজার কোটি টাকার লক্ষ্য পৌঁছতে সক্ষম হতে পারে বলে জানিয়েছেন কলকাতা বন্দরের চেয়ারম্যান শ্রী বিনীত কুমার। রাত্রি কালিন জাহাজ চলাচলের জন্য সবধরনের নিরাপত্তা ও স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার চেষ্টা করা হবে বলে জানা গেছে। এর ফলে কোটি কোটি টাকার বানিজ্যিক লেনদেন হবে দেশীয় এবং আন্তর্জাতিক বহি বানিজ্যিক ক্ষেত্রে।