কলকাতার বড় বাজারে পোস্তায় অভিযান, উদ্ধার হয়েছে নকল মৌরী মশলা
২২ নভেম্বর, ২০২১, 11:44 PM
২২ নভেম্বর, ২০২১, 11:44 PM
কলকাতার বড় বাজারে পোস্তায় অভিযান, উদ্ধার হয়েছে নকল মৌরী মশলা
বেশ কিছু দিন ধরে কলকাতার গোয়েন্দা সংস্থা আই বি র চোখ রাখছিল কলকাতার বড় বাজারে। এবং ভেজাল মাল মশলার রপ্তানি চলছিল রমরমিয়ে। এদিন পোস্তায় হানা দিয়ে ভেজাল পান মৌরী মশলা উদ্ধার করে কয়েক শত বস্তা। যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। এবং এই ভেজাল কারবারি শ্রী বরুণ কুমার গুপ্ত কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এই ভেজাল কারবারিদের ধরা সহজ নয় বড় বাজারে র ঘিঞ্জি এলাকায় ছোট ছোট ঘরের পিছনে রাকা আছে বিশাল হল ঘর। এবং এখানে সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে এই ভেজাল মশলা। এর আগে আই বি হানা দিয়ে কয়েক শত কোটি টাকার ভেজাল মশলা উদ্ধার করে। এই ভেজাল মশলা নিয়ে আসা হয় কলকাতার বাইরে থেকে। এবং নিয়ে আসার আগে তারা ভেজাল মিশ্রিত করে দেয় মশলা র মধ্যে। এই ভেজাল মশলা খাবার মানুষের খাওয়ার পক্ষে ক্ষতিকর। এবং এই ভেজাল মশলা খেলে মানুষের রোগ ব্যাধি হতে পারে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ সমীর কুমার জানা । তবে কলকাতার গোয়েন্দা সংস্থা আই বি পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ভেজাল মশলা র বিরুদ্ধে তাদের অভিযান চলবে।