করোনা ভাইরাসের ধাক্কায় এবার ঝাপ বন্ধ পুরীর বাবা জগন্নাথ দেবের মন্দির
০৯ জানুয়ারি, ২০২২, 12:26 AM
০৯ জানুয়ারি, ২০২২, 12:26 AM
করোনা ভাইরাসের ধাক্কায় এবার ঝাপ বন্ধ পুরীর বাবা জগন্নাথ দেবের মন্দির
ভারতের করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিতে চাইছে না ভারতের উড়িষ্যার বিখ্যাত পুরীর বাবা জগন্নাথ দেবের মন্দির কতৃপক্ষ। কারণ সাধারণ মানুষের জন্য পুজারী ও সেবায়েত এর কথা মাথায় রেখে এবং জনস্বাস্থ্য র দিক চিন্তা করে আগামী, ১০,ই, জানুয়ারি থেকে আগামী, ৩১,শে, জানুয়ারি পর্যন্ত পৃথিবীর বিখ্যাত বাবা জগন্নাথ দেবের মন্দিরের ঝাপ সকলের জন্য বন্ধ করে দেবেন মন্দির কতৃপক্ষ। আজ উড়িষ্যার বাবা জগন্নাথ দেবের মন্দির কতৃপক্ষ এর সাথে বৈঠকে মিলিত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেন পুরীর জেলা প্রশাসক শ্রী সমর্থ ভারমা আই এ এস। তিনি পুরীর বাবা জগন্নাথ দেবের মন্দির এর সকল সেবায়েত এবং পুজারীদের মত মত নিয়ে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি যাতে সাধারণ মানুষের ও পৃথিবীর বিভিন্ন যায়গায় থেকে আগত মানুষের ক্ষতি না করতে পারে তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করেন। সেই সঙ্গে উড়িষ্যার মুখ্যমন্ত্রী শ্রী নবীন পাট্রানায়ক কড়া নিরাপত্তার স্বার্থে ও সকল ধরনের ভীড় এড়াতে পুরীর জেলা প্রশাসক কে নির্দেশ দেন।