কম্পিউটার বেসিক, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং কোর্সের শিক্ষার্থীদের মোটিভেশনাল ট্যুর অনুষ্ঠিত
১৬ জুলাই, ২০২২, 8:58 PM
১৬ জুলাই, ২০২২, 8:58 PM
কম্পিউটার বেসিক, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং কোর্সের শিক্ষার্থীদের মোটিভেশনাল ট্যুর অনুষ্ঠিত
ঝিকরগাছার পেন ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ০৩ মাস মেয়াদী “সুবিধা বঞ্চিত, হতদরিদ্র, নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে তথ্য ও প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলা” প্রকল্পের অধীনে কম্পিউটার বেসিক, ফ্রিল্যান্সিংও ডিজিটাল মার্কেটিং কোর্সের শিক্ষার্থীদের মোটিভেশনাল ট্যুর (অনুপ্রেরণা মূলক সফর) করানো হয়েছে। সরকারের ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের ৯০জন শিক্ষার্থীদের যশোর শেখ হাসিনা সফট্ওয়ার এন্ড টেকনোলজি পার্কে মোটিভেশনাল ট্যুর করানো সময় উৎসব টেকনোলজি ও এ্যাবাকাস সফট বিডি লিমিটেড এর কার্যক্রম পরিদর্শণ এবং ফ্রি-ল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু। প্রধান আলোচক ছিলেন পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠিাতা আইটি এক্সপার্ট ইমদাদুল হক ইমদাদ। বিশেষ অতিথি ছিলেন উৎসব টেকনোলজির সিইও অজয় দত্ত, এ্যাবাকাস সফট বিডি লিমিটেডের চেয়ারম্যান জহির ইকবাল নান্নু, পেন ফাউন্ডেশনের কন্সালটেন্ট ও আইটি এক্সপার্ট টিপু সুলতান, ফ্রি-ল্যান্সার সৌমিন মন্ডল ও শুভ, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস ও এ্যাডমিনিস্ট্রেশন অফিসার আয়ুব হোসেন, স্বেচ্ছাসেবক টিমলিডার জুবায়ের বিন মকলেস প্রমুখ।