কবিতাঃ ভেজালেও ভেজাল আছে
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২১, 11:02 AM
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২১, 11:02 AM
কবিতাঃ ভেজালেও ভেজাল আছে
লেখকঃ সাংবাদিক সুমাইয়া আক্তার শিখা
খাওয়ায় ভেজাল, চলায় ভেজাল, ভেজাল চলে শিক্ষায়,
ব্যাবসায় ভেজাল, চাকরী ভেজাল, ভেজাল চলে ভিক্ষায়।
ভেজালে ও ভেজাল আছে এই কথাও শুনি,
সেই ভেজালেও ভেজাল দিয়ে লক্ষ্য টাকা গুনি ।
জলে ভেজাল, ফলে ভেজাল, ভেজাল ভরা দুধ,
ভেজাল দেখে পালিয়ে যায় আছে যত ভুত।
ধর্মতে কেউ ভেজাল করে, ভেজাল করে কর্ম ,
ভেজালের ফল পাবে যেদিন, বুঝবে ভেজালের কি মর্ম।
বাতাস ভেজাল, বৃষ্টি ভেজাল, ভেজাল ভরা মাটি,
সব কিছুই ভেজাল দেখি, কেবল ভেজাল নামটি খাঁটি।
খাঁটি কথায় ভেজাল খোঁজে ভেজাল মানুষ হয়ে,
খাঁটি কথা কয়না কেহ সেই ভেজালের ভয়ে।
ভেজাল, ভেজাল ভেজাল রে ভাই, ভেজাল সারা দেশটায়,
ভেজাল ছাড়া খাঁটি জিনিষ মিলবে নাকো চেষ্টায়!
ভেজাল ভিড়ে আসল চেনা
কষ্টের নেই যে শেষ।
মনে ভেজাল ধনে ভেজাল
ভেজাল নারীর রূপে
ভেজাল নাশে জীবন এখন
গহীন মৃত্যুর কুপে।
চালে ভেজাল ডালে ভেজাল
ভেজাল দেখি ডিমে
দুধে ভেজাল ঘিয়ে ভেজাল
ভেজাল আছে ক্রীমে।
ফলে ভেজাল জলে ভেজাল
ভেজাল রসিক প্রেমে
বায়ু ভেজাল ফুলেও ভেজাল
আটকে পড়া জ্যামে।
সুরে ভেজাল লয়ে ভেজাল
ভেজাল মম সংগীতে
কান্নাঁয় ভেজাল মায়ায় ভেজাল
ভেজাল মোদের ভঙ্গিতে।
নেতা ভেজাল কথা ভেজাল
ভেজাল সকল পণ্যে
ভেজাল ভরা কর্মকাণ্ড
ভাসছে বাংলার শূন্যে।