ওন্দায় জুয়ার ঠেকে পুলিশ হানা, উদ্ধার দুই লক্ষ টাকার অধিক গ্রেপ্তার ২১জন
২৫ জুলাই, ২০২২, 4:44 PM
২৫ জুলাই, ২০২২, 4:44 PM
ওন্দায় জুয়ার ঠেকে পুলিশ হানা, উদ্ধার দুই লক্ষ টাকার অধিক গ্রেপ্তার ২১জন
পশ্চিম বাংলার জঙ্গল মহল জেলা বাঁকুড়া জেলা পুলিশের অধীনে ওন্দা থানার পুলিশ জুয়ার ঠেকে হানা দেয়। এবং জুয়ার ঠেক থেকে মোট দুই লাখ ছাব্বিশ হাজার পাঁচ শত তিয়াত্তর টাকা উদ্ধার করে। সাথে সাথেই জুয়ার ঠেক থেকে জুয়া খেলার জন্য এবং জুয়ার ঠেক চালানো র জন্য মোট একুশ জন কে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ বাঁকুড়া জেলা পুলিশের আদালতে তোলা হবে। কয়েক মাস ধরে বাঁকুড়া জেলার ওন্দা তে বিভিন্ন যায়গায় রমরমিয়ে জুয়া খেলা চলছিল। এদিন নিদিষ্ট ও গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় জুয়ার ঠেকে, এবং হাতে নাথে ধরা মোট ২১জন, কে। উদ্ধার করা হয়েছে দুই লক্ষ টাকার অধিক টাকা। তবে বাঁকুড়া জেলা পুলিশের সূত্রে জানা গেছে যে আগামী দিনে জুয়া ও চোলাই এবং বেআইনি কারবারের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান চালিয়ে যাবে।