এস এস সির পর এবার প্রাথমিক ট্রেড পরিক্ষার ২০১১সালের, পর থেকে সব রেকর্ড চেয়ে পাঠালেন প্রাথমিক বোর্ড এর সভাপতি
০১ সেপ্টেম্বর, ২০২২, 5:54 PM
০১ সেপ্টেম্বর, ২০২২, 5:54 PM
এস এস সির পর এবার প্রাথমিক ট্রেড পরিক্ষার ২০১১সালের, পর থেকে সব রেকর্ড চেয়ে পাঠালেন প্রাথমিক বোর্ড এর সভাপতি
আজ পহয়েছেশ্চিম বাংলার প্রাথমিক শিক্ষা বোর্ড এর সভাপতি শ্রী গৌতম পাল ২০১১সালের, পর থেকে প্রাথমিক ট্রেড পরিক্ষার সব পেপার দেখার জন্য তলব করেন। কারণ পশ্চিম বাংলার শিক্ষা ক্ষেত্রে এস এস সি পরীক্ষায় যে ভাবে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে এবং তা পরবর্তীতে বেআইনি ঘোষণা করা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গা গঙ্গোপাধ্যায় বেঞ্চ থেকে। তার পর এই নিয়োগ কেলেঙ্কারির দায়ে পশ্চিম বাংলার তৃনমূল দলের সাবেক মহাসচিব ও পশ্চিম বাংলার সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল হয় এবং তার সাথী অর্পিতা র ডেরা থেকে প্রায় ৫০কোটি, টাকা এবং বিদেশী অর্থ ও সোনার গোয়না উদ্ধার করে ইডি ও সি বি আই। তার পর থেকে একের পর এক তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে ইডি ও সি বি আই। এর পরিপ্রেক্ষিতে আজ পশ্চিম বাংলার প্রাথমিক শিক্ষা বোর্ড এর সভাপতি শ্রী গৌতম পাল ২০১১,২০১২,২০১৪,সাল, থেকে বর্তমান পর্যন্ত যে সব নিয়োগ দেওয়া হয়েছে তার সব রেকর্ড সামনে আনার জন্য বলা হয়েছে।