এবার ঝালদার ভারতের জাতীয় কংগ্রেসের কাউন্সিলার খুনের ঘটনায় রিট আবেদন গ্রহণ কলকাতা হাইকোর্টের
২৬ মার্চ, ২০২২, 7:40 PM
২৬ মার্চ, ২০২২, 7:40 PM
এবার ঝালদার ভারতের জাতীয় কংগ্রেসের কাউন্সিলার খুনের ঘটনায় রিট আবেদন গ্রহণ কলকাতা হাইকোর্টের
আজ যখন পশ্চিম বাংলার বীরভূমের বগটুই গ্রামে গনহত্যার ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ এর নির্দেশে সি বি আই তদন্ত করতে গিয়েছে। ঠিক সেই দিন ঝালদার ভারতের জাতীয় কংগ্রেসের কাউন্সিলার শ্রী তপন কান্দু কে হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী রাজা শেখর মাণ্হার একলাসে সি বি আই তদন্ত করার জন্য একটি রিট আবেদন করার অনুমতি দিয়েছেন। কিছুদিন আগে পৌরসভার চেয়ারম্যান নির্বাচনে ঝালদা পৌরসভা এলাকা থেকে ভারতের জাতীয় কংগ্রেসের কাউন্সিলার হন শ্রী তপন কান্দু। কিন্তু দেখা যায় ঐ পৌরসভার চেয়ারম্যান হিসেবে কেউ একক ভাবে জয়ী হয় নি। তাই একজন সদস্য কে কমিয়ে দেওয়ার জন্য তার কাকা নরেন কান্দু ও তার ছেলে দীপক কান্দু পরিকল্পনা করে ভারতের জাতীয় কংগ্রেসের কাউন্সিলার শ্রী তপন কান্দু কে গুলি করে হত্যা করে। এই ঘটনার সাথে জড়িত ছিলেন ঝালদা থানার আই সি শ্রী সঞ্জীব ঘোষ। এই ঘটনার পর জেলা পুলিশের পক্ষ থেকে সীট তৈরি করা হয় দোষীদের শাস্তির ব্যবস্থা করতে। কিন্তু এই সীটের তদন্তের উপর আস্তা নেই মৃত তপন কান্দু র স্ত্রী র। তাই প্রকৃত ঘটনার সত্যতা নিশ্চিত করতে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে আজ মৃত ব্যক্তির স্ত্রী শ্রীমতী পূর্নিমা কান্দু কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী রাজা শেখর মান্হার একলাসে রিট আবেদন করেন। তার আইনজীবী শ্রী কৌস্তুব বাগচী এই রিট আবেদন করেন। সেই সাথে এই কেসের পূণাঙ্গ তদন্ত করতে সম্পূর্ণ ভাবে সাহায্য করছেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও সাবেক পশ্চিম বাংলার বিধান সভার বিধায়ক শ্রী নেপাল মাহাতো এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী।