ইউকেবিডি টিভিতে ক্রিস্টমাস স্পেসাল সাংস্কৃতিক অনুষ্ঠান
০২ জানুয়ারি, ২০২২, 4:43 PM
০২ জানুয়ারি, ২০২২, 4:43 PM
ইউকেবিডি টিভিতে ক্রিস্টমাস স্পেসাল সাংস্কৃতিক অনুষ্ঠান
উকেবিডি টিভিতে আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে ক্রিস্টমাস স্পেসাল প্রিয় মূখ এর সাংস্কৃতিক অনুষ্ঠান গত
২৫ শে ডিসেম্বর শনিবার সফলভাবে সম্পন্ন হয়েছে। খবর বাপসনিউজ।
প্রিয় মূখ অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপিক হেলেন ইসলাম ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নুরুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামের বিশেষ আকর্ষণ ছিলেন জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্র নায়ক ফেরদৌস আহমেদ, ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৃতি টিভির দুই কর্ণধার মনোয়ারা সুলতানা মিতু ও সুহেল তালুকদার।মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী পাপ্পু আহমেদ, শারমীন দীপু , তাহসিন বাপি, সিরাজী খান, আদনান খান, জলি দাস ও আরেফিন কবির,সহ প্রমুখ শিল্পীবৃন্দ। ভ্যাচ্যুয়ালি এই অনুষ্ঠানে সবার উপস্তিতি ও পরিবেশনায় প্রচুরসংখ্যক লোক শেয়ার ও ভিউ এবং সুন্দর সুন্দর বিভিন্ন কমেন্ট এর মাধ্যমে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে।
এদিকে ইউকেবিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক এম মকিস মনসুর ও ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকন এক অভিনন্দন বার্তায় মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনাময় ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে ও এখানকার কমিউনিটির বিভিন্ন দিক তুলে ধরার মাধ্যমে ইউকেবিডি প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশকে তুলে ধরছে বিশ্বময়। শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব ও ফলো করার মাধ্যমে ইউকে বিডি টিভির সাথে থাকার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।।