আমি গোমূত্র খাই, তাই করোনা হয় না সেই ভোপালের এম পি সাব্বী প্রজ্ঞা সিঙ ঠাকুর কোভিডে আক্রান্ত
৩১ জানুয়ারি, ২০২২, 11:07 PM
৩১ জানুয়ারি, ২০২২, 11:07 PM
আমি গোমূত্র খাই, তাই করোনা হয় না সেই ভোপালের এম পি সাব্বী প্রজ্ঞা সিঙ ঠাকুর কোভিডে আক্রান্ত
ভারতের বি জে পি সর্বোচ্চ নেত্রী ও মধ্যপ্রদেশের ভোপালের এম পি সাব্বী প্রজ্ঞা সিঙ ঠাকুর আজ কোভিড করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত। তিনি কিছু দিন আগে ভারতের করোনা ভাইরাসের দাওয়াই একমাত্র মানুষের গোমূত্র খাবার নিদান দিয়েছিল এবং তিনি নিজে বলেছিলেন যে আমি গোমূত্র খাই তাই আমার করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হব না। কিন্তু ভাগ্যের কি পরিহাস যে সেই সাব্বী প্রজ্ঞা সিঙ ঠাকুর আজ করোনা ভাইরাসের সংক্রমণ দ্বারা আক্রান্ত হয়ে পড়েন। ভোপালের এম পি ও বি জে পি নেত্রী টুইট করে মিডিয়া কে জানান। এবং তিনি বলেন যে গত কয়েক দিন ধরে যারা তার সাথে সাক্ষাৎ করতে এসেছেন তাদের যেন কোভিড করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে কি না তার পরিক্ষা করে দেখেন। কারণ তার কোভিড করোনা পজিটিভ ধরা পড়েছে। আজ ভারতের বিজেপি নেত্রী এবং ভোপালের এম পি দ্রুত আরগ্যো কমনা করে বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের সরাস্ট্র মন্ত্রী অমিত শাহ এবং মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিঙ চৌহান ও ভারতের লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা।