আজ সাতসকালে জম্মু ও কাশ্মীরে সেনা ও জেহাদিদের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু জইশ ই কমান্ডার জাহিদ ওয়ানিস
৩০ জানুয়ারি, ২০২২, 3:43 PM
৩০ জানুয়ারি, ২০২২, 3:43 PM
আজ সাতসকালে জম্মু ও কাশ্মীরে সেনা ও জেহাদিদের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু জইশ ই কমান্ডার জাহিদ ওয়ানিস
গতকাল ভারতের জম্মু ও কাশ্মীরের সেনাবাহিনীর কাছে খবর ছিল যে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা ও বদগাউয়ে একটি গোপন ডেরায় ঘাটি গেড়েছে ভারত বিরোধী জেহাদিদের একটি দল। খবর পেয়ে ঘটনা স্থানে ছুটে আসে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা। গোপন ঘাটি লক্ষ্য করে এগোতে থাকলে সন্ত্রাসবাদীরা ভারতের সামরিক বাহিনীর সদস্যদের উপর গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দিতে শুরু করে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা। এই গুলির যুদ্ধে মারা যায় মোট পাচ জন জেহাদি। এর মধ্যে চারজন লস্কর ই তৈইয়াবার লোক এবং এক পাকিস্তানের জইশ ই মহম্মদ এর কমান্ডার জাহিদ ওয়ানিস। এরা বহুদিন ধরে ভারতের জম্মু ও কাশ্মীরের বিভিন্ন যায়গায় নাশকতার কাজ করছিল। তবে এদের খতম করতে প্রায় বারো ঘন্টা গুলির লড়াই চালাতে হয়েছে। এখনো পর্যন্ত ঘটনার স্হানে ঘিরে রেখেছে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা।