আজ ভোরে ভূমিকম্পের জেরে কেপে উঠল কলকাতা
২৬ নভেম্বর, ২০২১, 11:53 AM
২৬ নভেম্বর, ২০২১, 11:53 AM
আজ ভোরে ভূমিকম্পের জেরে কেপে উঠল কলকাতা
ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারের দক্ষিণ পূর্ব অঞ্চলে আজ খুবই ভোরে ভূমিকম্পে জেরে কেপে উঠল। ভূমিকম্পের কেন্দ্র স্হান ভারতের মিজোরাম রাজ্যের থেনজল জেলা থেকে প্রায়, ৭৩,কিলোমিটার, দূরে। এবং ভারতের ত্রিপুরা রাজ্যে থেকে প্রায়, ১৭০,কিলোমিটার, দূরে। এই ভূমিকম্পের জেরে কেপে উঠছে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট এবং টেকনাফ উপজেলা বিভিন্ন যায়গায়। এবং ভূমিকম্পের কিছুটা হলেও অনুভূতি সৃষ্টি হয় বাংলাদেশের ঢাকা শহরে। তবে এই ভূমিকম্পের পরিধি ছিল থিয়েটার স্কেলে, প্রায়, ৬.১,শতাঙ্স। তবে এই ভূমিকম্পের অনুভূতি সৃষ্টি হয় ভারতের কলকাতায় এবং ত্রিপুরা ও মিজোরাম ও নাগাল্যান্ড এবং অসম রাজ্যের মধ্যে। তবে ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর পাওয়া গেছে।