আজ পাঞ্জাবের হুসেইনিতে যাওয়ার পথে কৃষক বিক্ষোভে আটক প্রধানমন্ত্রীর কনভয়
০৫ জানুয়ারি, ২০২২, 11:29 PM
০৫ জানুয়ারি, ২০২২, 11:29 PM
আজ পাঞ্জাবের হুসেইনিতে যাওয়ার পথে কৃষক বিক্ষোভে আটক প্রধানমন্ত্রীর কনভয়
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি কাজে একটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হবার কথা ছিল। সেই মতো তিনি আজ পাঞ্জাবের হুসেইনিতে যাওয়ার সময় পাঞ্জাবের কৃষক বিক্ষোভে আটকে পড়ে তার কনভয়। দীর্ঘ সময় ধরে তার গাড়ি গন্তব্যে পৌঁছতে না পারার কারণে তিনি তার কনভয় নিয়ে সোজা পাঞ্জাবের ভাতিন্দা বিমানবন্দরে পৌঁছে যায়। সেখানে গিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শ্রী চিরনজিৎ সিঙ চিন্নির উপর ক্ষোভ উগরে দেন। এবং তার সাথে আসা অফিসারদের বলেন যে আপনারা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কে অভিনন্দন জানাবেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুসেইনি থেকে জীবন নিয়ে ফিরে এসেছে। এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বি জে পি এবং ভারতের সরাস্ট্র মন্ত্রালয়ের পক্ষ থেকে। তবে এই কৃষক বিক্ষোভের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিছুটান দেওয়ার ঘটনার পর কোন মন্তব্য করেন নি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শ্রী চরণজিৎ সিঙ চিন্নি। তবে পাঞ্জাবের কৃষক নেতৃত্ব জানিয়েছেন যে, যখন দিল্লির উপকন্ঠে যখন কৃষক মজদুর রা যখন আন্দোলন শুরু করেন ও তাদের কর্মীদের উপর কেন্দ্রীয় সরকারের পুলিশ দমন পিড়ন চালিয়েছিল তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোথায় ছিল। তারা বলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন সেখানে এমন ভাবে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন।