আজ পাঞ্জাবের অমৃতসরে খাসা গ্রামে বচসার জেরে বি এস এফের জওয়ানদের গুলি তে মৃত্যু ৫জন
০৬ মার্চ, ২০২২, 4:49 PM
০৬ মার্চ, ২০২২, 4:49 PM
আজ পাঞ্জাবের অমৃতসরে খাসা গ্রামে বচসার জেরে বি এস এফের জওয়ানদের গুলি তে মৃত্যু ৫জন
আজ সাতসকালে ভারতের পাকিস্তানের সীমান্ত এলাকার পাঞ্জাবের অমৃতসরে খাসা গ্রামে বি এস এফের জওয়ানদের মধ্যে বচসার সৃষ্টি হয়। হঠাৎ করে তাদের মধ্যে সাতেপ্পা এসকে নামে বি এস এফের জওয়ান নিজের রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। কিছু বোঝার আগেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর পাচজন সদস্য। তাদের কে দ্রুত নিয়ে যাওয়া হয় অমৃতসরের গুরু নানক হাসপাতালে। সেখানে ডাক্তাররা পাচজন বি এস এফের জওয়ানদের মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে বি এস এফের পাল্টা গুলিতে নিহত হন ঘাতক বি এস এফের জওয়ান শ্রী সাতেপ্পা এসকে। তবে কি কারণে এমন একটি ঘটনা ঘটেছে তার তদন্ত করতে একটি উচ্ছ পর্যায় কমিটি তৈরি করার জন্য ঘোষণা করেন ডি আই জি বি এস এফে অমৃতস। তবে আজকের ঘটনা টি খুবই দুখ্যজনক বলে মনে করেন। এমন ঘটনা সচারচর হয়না বলে মনে করেন ডি আই জি বি এস এফের অমৃতসর।