আজ পশ্চিম বাংলার বারুইপুর জেলা পুলিশের দুই পুলিশ অফিসারের বিদায় সম্বোধনা জানালেন এস পি শ্রী বৈভব তেওয়ারী
০৫ ডিসেম্বর, ২০২১, 11:10 PM
০৫ ডিসেম্বর, ২০২১, 11:10 PM
আজ পশ্চিম বাংলার বারুইপুর জেলা পুলিশের দুই পুলিশ অফিসারের বিদায় সম্বোধনা জানালেন এস পি শ্রী বৈভব তেওয়ারী
পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারুইপুর জেলা পুলিশের দুই দক্ষ পুলিশ অফিসার বারুইপুর মহাকুমা পুলিশ অফিসার শ্রী অভিষেক মজুমদার ও বারুইপুর জেলা পুলিশের প্রবেশনার অফিসার শ্রী অজয় গণপতি কে বিদায় সম্বোধনা জানালেন জেলা পুলিশের সুপার শ্রী বৈভব তেওয়ারী আই পি এস সহ অন্যান্য পুলিশ অফিসারা।
এই দুই অফিসার দীর্ঘদিন ধরে বারুইপুর জেলা পুলিশের কাজ করেন। বহু দক্ষতার সাথে কাজ করে গেছেন। কিন্তু পশ্চিম বাংলার পুলিশের রুটিন মাফিক বদলি হিসেবে তাদের কে যেতে হচ্ছে। এই দুই পুলিশের মধ্যে পদ উন্নতি হয়ে বারুইপুর মহাকুমা পুলিশ অফিসার শ্রী অভিষেক মজুমদার যাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিনেটার এ এস পি হিসাবে। অন্যদিকে বারুইপুর জেলা পুলিশের প্রবেশনার অফিসার শ্রী অজয় গণপতি আই পি এস বদলি হয়ে যাচ্ছেন এস ডি পি ও রঘুনাথপুর পুরুলিয়া জেলায়। আজকের বিদায় সম্বোধনা অনুষ্ঠানে দুই পুলিশ অফিসার কে মানপত্র ও ফুলের তোড়া দিয়ে বিদায় সম্বোধনা জানালেন। এই অনুষ্ঠানে বারুইপুর জেলা পুলিশের পুলিশ অফিসারা উপস্থিত ছিলেন।