আজ থেকে দৌড় শুরু করল শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রো
১৪ জুলাই, ২০২২, 6:54 PM
১৪ জুলাই, ২০২২, 6:54 PM
আজ থেকে দৌড় শুরু করল শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রো
দীর্ঘদিন পরিক্ষার পর আজ সকাল ৬,৫৫,মিনিট, থেকে সেক্টর ফাইভ এর দিকে প্যাসেঞ্জার নিয়ে দৌড় শুরু করে দিল কলকাতার গর্ভের মেট্রো। এদিন দৌড় শুরু হবার জন্য ভোর তিন টে থেকে সেক্টর ফাইভে প্রতিক্ষা করছিল মেট্রো যাত্রী। এই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যেতে এতদিন সময় লাগতো প্রায় একঘন্টার অধিক। কিন্তু শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যেতে এবার সময় লাগবে মাত্র ২১,মিনিট, মাঝে ফুলবাগান ও করুণাময়ী এবং তার পর সেক্টর ফাইভ । প্রতিদিন হাজার হাজার প্যাসেঞ্জার কথা মাথায় রেখে মেট্রো কতৃপক্ষ রাত সাড়ে নয়টা পযন্ত মেট্রো চলাচল করাবে। সেই ক্ষেত্রে শেষ শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার মেট্রো রাত ৯,৩৫,শে, ছাড়বে। এবং সেক্টর ফাইভ থেকে রাত ৯,৪০,মিনিট, ছেড়ে শিয়ালদহ স্টেশন পৌঁছাবে। ভীড় এড়াতে শিয়ালদহ মেট্রো স্টেশন এ মোট ২৭,টি, টিকিট কাউন্টার খুলেছে। এবং যাত্রী পরিষেবা দেবার জন্য ৫,টি, লিফট এবং ৯,টি, ইলেট্রিক্যাল সিঁড়ি দেওয়া হয়েছে। যাত্রী নিরাপত্তা ব্যবস্থা ঠিক ঠাক রাখতে কড়া নজরদারি চালাবে মেট্রো কতৃপক্ষ। সাথে সাথে পানীয় জলের ব্যাবস্থা করছে মেট্রো কতৃপক্ষ। ডবল প্লাটফর্ম রয়েছে এবং ডবল লাইন দিয়ে মেট্রো রেল ছুটতে থাকবে।