ঢাকা ২১ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
নতুন নতুন রোমাঞ্চকর রাইডের সাথে ঈদ উদযাপন করুণ ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেকে হাইকোর্টের এক বিচারপতিকে অপসারণ এস এস সি ২০০৪ ব্যাচের ইফতার অনুষ্ঠিত বসুন্ধরা টয়লেট্রিজের রমজানে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ের অফার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুইজারল্যান্ড শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন জেমস গ্রুপের এমডি শাহাদত কোটি টাকা প্রতারণার মামলায় কারাগারে মৌলিক চাহিদার অন্যতম আবাসন খাতে স্থবিরতা চরমে ধানমন্ডি ল কলেজে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামে কমিটি ঘোষণা ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

আগা খান ৪র্থ আসওয়ান ,মিশরে শায়িত হলেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২৫,  1:28 PM

news image

৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে, মহামান্য প্রিন্স করিম আগা খান ৪র্থ কে মিশরের আসওয়ানে একটি ব্যক্তিগত দাফন অনুষ্ঠানে সমাহিত করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫০তম ইসমাইলি ইমাম প্রিন্স রহিম আগা খান ৫ম, তার পরিবারের সদস্যবৃন্দ এবং বিশ্ব ইসমাইলি সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

আসওয়ানের গভর্নর সম্মানসূচকভাবে শহরের মধ্য দিয়ে নীল নদের তীরে একটি মর্যাদাপূর্ণ শোভাযাত্রার আয়োজন ও অংশগ্রহণ করেন। প্রয়াত প্রিন্স করিম আগা খান ৪র্থ এর কফিনটি নৌকায় করে আনুষ্ঠানিকভাবে ভিলা নূর এল সালাম এবং আগা খান ৩য় এর সমাধিস্থল সংলগ্ন ব্যক্তিগত এলাকায় নেওয়া হয়। পরিবারের সদস্যদের নেতৃত্বে কফিনটি হাতে বহন করে পাহাড়ের উপরে নীল নদকে উপেক্ষা করে থাকা বিদ্যমান সমাধিস্থলে সমাহিত করা হয়।

মুসলিম প্রথা অনুযায়ী অনুষ্ঠানগুলি সম্পন্ন হওয়ার পর, উপস্থিত নেতৃবৃন্দ পরিবারকে সমবেদনা জানানোর সুযোগ পান।অনুষ্ঠান শেষে, আসওয়ানের গভর্নর মেজর জেনারেল ড. ইসমাইল কামাল, প্রিন্স রহিম আগা খান ৫ম-কে সম্মানসূচকভাবে আসওয়ান শহরের প্রতীকী চাবি উপহার দেন।

মিশর ছিল ফাতিমিদ খিলাফতের কেন্দ্র, যা ১০ম ও ১১শ শতাব্দীতে ইসমাইলি ইমামদের দ্বারা পরিচালিত হয়েছিল। ফাতিমিদ ইমাম-খলিফারা কায়রো শহর প্রতিষ্ঠা করেন, যা শিক্ষা, সংস্কৃতি এবং বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল। তাদের বহুত্ববাদ, শিক্ষা এবং শিল্পকলার সমর্থন বিজ্ঞানের, স্থাপত্যের এবং দর্শনের ক্ষেত্রে অগ্রগতির দিকে নিয়ে যায়, এবং তাদের উত্তরাধিকার আজও অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিতে প্রতিফলিত হয়।

আসওয়ান হল স্যার সুলতান মোহাম্মদ শাহ আগা খান ৩য় এবং তার স্ত্রী মাত সালামতের চূড়ান্ত বিশ্রামের স্থান। তারা উভয়েই আসওয়ানের জনগণের সাথে উষ্ণ সম্পর্ক উপভোগ করতেন, যা প্রয়াত প্রিন্স করিম এবং তার পরিবার ওম হাবিবা ফাউন্ডেশন এবং আগা খান ফাউন্ডেশনের কাজের মাধ্যমে বজায় রেখেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি