আগামী ৩ই জানুয়ারি থেকে পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় বাড়তে পারে বিধিনিষেধ
৩০ ডিসেম্বর, ২০২১, 1:38 PM
৩০ ডিসেম্বর, ২০২১, 1:38 PM
আগামী ৩ই জানুয়ারি থেকে পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় বাড়তে পারে বিধিনিষেধ
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, ক্রমিণ আক্রান্ত মানুষের সঙ্খ্যার বৃদ্ধি পাচ্ছে সারা দেশে। সেই সঙ্গে কোভিড করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত মানুষের সঙ্খ্যা ততটা না বাড়লেও, ক্রমিণ আক্রান্ত মানুষের সঙ্খ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মত অবস্থায় ফের পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় বিধিনিষেধ আরোপ করতে হতে পারে বলে গতকাল পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা সাগরের এক প্রশাসনিক বৈঠকে জানিয়েছেন। এবং ফের ইস্কুল ও কলেজ এবং সরকারি অফিস আদালত ও বেসরকারি প্রতিষ্ঠান ও গাড়ি ঘোড়া চলাচলের উপর বাধা নিশেধ আরোপ হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে। ইতিমধ্যেই ভারতের সরকার করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ দেবার কাজ শেষ হতে চলেছে। তার মধ্যে ক্রমিন আক্রান্ত মানুষের সঙ্খ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে জনস্বাস্থ্য দপ্তর কে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেরি করে দ্বিতীয় করোনা ভাইরাসের সংক্রমণের টিকা দেবার জন্য কেন্দ্রীয় সরকার কে দায়ী করেন। তিনি সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার করতে এবং স্যানিটারি করে চলাচল করার জন্য সকলের কাছে অনুরোধ করেন।