আগামী ২১শে প্রস্ততিতে ধর্মতলার যাওয়ার সমর্থনে ক্যানিং এ পদযাত্রা জননেতা শওকাত মোল্লার
১৭ জুলাই, ২০২২, 7:36 PM
১৭ জুলাই, ২০২২, 7:36 PM
আগামী ২১শে প্রস্ততিতে ধর্মতলার যাওয়ার সমর্থনে ক্যানিং এ পদযাত্রা জননেতা শওকাত মোল্লার
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিমে ক্যানিং থানা থেকে ক্যানিং বাস মোড় পর্যন্ত ঐতিহাসিক পদযাত্রা করেন পশ্চিম বাংলার বিধান সভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান এবং তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক এবং ক্যানিং পূর্বে র বিধায়ক জননেতা শওকাত মোল্লা। আজকের এই বিশাল মিছিলে অংশ নেন পশ্চিম বাংলার অর্থ দপ্তরের মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য ও ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস এবং ক্যানিং পূর্বে র লড়াকু যুব তৃনমূল দলের সভাপতি সাদেক লস্কর এবং ক্যানিং পূর্বে র টু এর সভাপতি মোক্তার সেখ। এই বিশাল এবং ঐতিহাসিক মিছিলে অংশ নেন ক্যানিং পূর্বে র এবং ক্যানিং পশ্চিমের বহু গ্রাম ও গন্জ থেকে আগত মানুষ। এই পদযাত্রা শুরু হবার সাথে সাথে হু হু করে জন স্রোত বাড়তে থাকে। ক্যানিং ও বারুইপুর জেলা শহরের দুই দিকের রাস্তা অবরূদ্ধ হয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা র মতো জনস্রোতের ফলে অবরূদ্ধ হয়ে পড়ে গোটা ক্যানিং শহরের বিভিন্ন যায়গায় যাওয়ার রাস্তা। এই বিশাল পদযাত্রা থেকে আওয়াজ তোলা হয় যে আগামী ২১,শে, জুলাই পশ্চিম বাংলার তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও পশ্চিম বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জী র হাতকে শক্তিশালী করতে কলকাতা ধর্মতলা যাওয়ার আহবান জানান। ঐতিহাসিক মিছিল শেষে আগত তৃনমূল দলের নেতা ও কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান ক্যানিং পূর্ব র বিধায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জননেতা শওকাত মোল্লা।