আগামী কাল কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কলকাতার পৌরসভার ভোট করানো হবে, ঘোষণা নগর পালের
১৮ ডিসেম্বর, ২০২১, 9:12 PM
১৮ ডিসেম্বর, ২০২১, 9:12 PM
আগামী কাল কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কলকাতার পৌরসভার ভোট করানো হবে, ঘোষণা নগর পালের
কলকাতা পৌরসভার নির্বাচনে কে ছোট বাড়ির দখল নিতে চলেছে তা বড় কথা নয়। বড় কথা আগামী কাল কলকাতা পৌরসভার নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সব ধরনের ব্যাবস্থা নেওয়ার কথা বলেন কলকাতার নগরপাল শ্রী সৌমেন মিত্র আই পি এস। কারণ কলকাতা পৌরসভার নির্বাচনে যাতে আইন শৃঙ্খলা ভঙ্গ না হয় এবং শাসক দল যাতে গুন্ডা গিরি ও ছাপ্পা ভোট এবং বুথ দখল ও ভোটারদের ভয়ভীতি না দেখাতে পারে বিরোধী দলের নেতা ও কর্মীদের তার জন্য পশ্চিম বাংলার বিজেপির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছে রিট আবেদন করেন। তার ফলে কলকাতা পৌরসভার নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে কড়া নিদের্শ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ। তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে কলকাতা পৌরসভার নির্বাচনে কোন ঝামেলা ও মারপিট এবং বুথ দখল হলে তার দায়িত্ব নিতে হবে কলকাতার নগরপাল কে ও পশ্চিম বাংলার মুখ্য নির্বাচন কমিশন কে। কলকাতা পৌরসভার নির্বাচনে ইতিমধ্যেই প্রতিটি বুথ থেকে প্রায়, ২০০,মিটার, এর মধ্যে, ১৪৪,ধারি, জারি করেছে। এবং কলকাতা পৌরসভার নির্বাচনে প্রায়, ১২০০০,হাজার, পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নগরপাল। এবং তার মধ্যে প্রায়, ৮০০০,সস্শত্র, পুলিশ থাকবে। এবং কলকাতা পৌরসভার নির্বাচনে খোদ লালবাজার কন্ট্রোল রুম থাকবে যদি কোন যায়গায় আইন শৃঙ্খলা নস্ট হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করতে। সেই সঙ্গে কলকাতা পৌরসভার নির্বাচনে বহু মাইক্রো অবজারভার থাকবে পরিস্তিতি দেখার। এবং কলকাতা পৌরসভার নির্বাচনে কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্যের পুলিশ মোতায়েন করা হবে। সেই সঙ্গে পশ্চিম বাংলার মুখ্য নির্বাচন কমিশন থেকে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য। তবে কলকাতা পৌরসভার নির্বাচনে কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্যদের রাখার জন্য কলকাতা হাইকোর্টে রিট আবেদন করেন বিজেপির পক্ষ থেকে। নিউজ লেখা পযন্ত কোন রায় ঘোষণা করা হয় নি।