আগামীকাল মগরাহাটে পশ্চিমে দুস্থ মানুষের সেবায় ফল ও মিষ্টান্ন বিতরণ কর্মসূচি নিয়েছেন উস্হি তামান্না হিউম্যান রিসোর্স
২২ জানুয়ারি, ২০২২, 5:40 PM
২২ জানুয়ারি, ২০২২, 5:40 PM
আগামীকাল মগরাহাটে পশ্চিমে দুস্থ মানুষের সেবায় ফল ও মিষ্টান্ন বিতরণ কর্মসূচি নিয়েছেন উস্হি তামান্না হিউম্যান রিসোর্স
কোভিড করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত মানুষের পাশে দাড়াতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং কালিঘাট স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের নির্দেশে আগামী কাল মহান স্বাধীনতা সংগ্রামী দেশ নায়ক ভারত রত্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর, ১২৬,তম, জন্মদিন উপলক্ষে মগরাহাট পশ্চিমের দুস্থ মানুষের মধ্যে মাক্স ও স্যানিটেশন এবং খাদ্য সামগ্রী বিতরণ করার কর্মসূচি পালন করবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের সমাজ সেবা প্রতিষ্ঠান উস্হি তামান্না হিউম্যান রিসোর্স এসোসিয়েশন। এই তামান্না হিউম্যান রিসোর্স এসোসিয়েশনের কর্ণধার ও সমাজ সেবক এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃনমূল দলের সাবেক সহ সভাপতি আই এন টি টি ইউ সি আই এর জনাব আক্তার হোসেন হালদার ওরফে খোকন তত্ত্বাবধানে। সেই সাথে আগামী কাল তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাজের গুনিজন এবং সমাজ সেবায় নিয়োজিত মানুষের মধ্যে সম্মান প্রদর্শন করে বরন করবেন। তার সাথে থ্যালাসেমিয়া রোগীর সাহায্য জন্য রক্তদান শিবির করবেন বলে জানা গেছে। আগামী কালের ঐ সভায় উপস্থিত থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃনমূল দলের অন্যতম লড়াই করা নেত্রী এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য শ্রীমতী সঙ্গীতা হালদার এবং মগরাহাট পশ্চিমের সাবেক পঞ্চায়েত সমিতি র সভাপতি ও তৃনমূল দলের নেতা শ্রী সব্যসাচী গায়েন। এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও সাবেক শিক্ষা সচিব জনাব নুরুজ্জামান সেখ ওরফে মন্টু ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের লড়াই করা নেতা ও সাবেক মগরাহাট পশ্চিমের পঞ্চায়েত সমিতি র সচিব জনাব ডাক্তার সাজিদুল হক গায়েন ও উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত এর প্রধান জনাব কুতুবউদ্দিন লস্কর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের আইনজীবী সেলের সদস্য জনাব মিকাইল মোল্লা ও মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি জনাব ইমরান হাসান মোল্লা। এই কর্মসূচির মূল কর্নধার জনাব আক্তার হোসেন হালদার সভা পরিচালনা করবেন।