আই এস এস পরীক্ষায় দ্বিতীয় স্হান অধিকারী কে সম্মান জানালেন বিষ্ণুপুর দুই নাম্বার এরিয়া কমিটির পক্ষ থেকে
২৯ ডিসেম্বর, ২০২১, 11:23 PM
২৯ ডিসেম্বর, ২০২১, 11:23 PM
আই এস এস পরীক্ষায় দ্বিতীয় স্হান অধিকারী কে সম্মান জানালেন বিষ্ণুপুর দুই নাম্বার এরিয়া কমিটির পক্ষ থেকে
পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বিষ্ণুপুর দুই নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে ভারতের আই এস এস পরিক্ষায় দ্বিতীয় স্থান অধিকারী শ্রী অক্র মন্ডলের সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার এ বি পি টি এ র বিষ্ণুপুর দুই নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে কমরেড শ্রী দেবব্রত খা ও এবিটিএর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আলিপুর মহাকুমা কমিটির পক্ষ থেকে কমরেড শ্রী গৌতম পাল। এবং ডি ওয়াই এফ এর আমতলা লোকাল কমিটির পক্ষ থেকে কমরেড শ্রী গৌতম মাঝি ও কমরেড শ্রী বিপ্লব মন্ডল এবং মগরাহাট পশ্চিমের উস্হি লোকাল কমিটির শেরপুর অঞ্চল যুব কমিটির পক্ষ থেকে কমরেড কবিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব।