আইজিপি কাপ কাবাডিডে সিংগাইরের বালক ও শিবালয়ের বালিকা চ্যাম্পিয়ন
২১ নভেম্বর, ২০২১, 7:17 PM
২১ নভেম্বর, ২০২১, 7:17 PM
আইজিপি কাপ কাবাডিডে সিংগাইরের বালক ও শিবালয়ের বালিকা চ্যাম্পিয়ন
মানিকগঞ্জে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সিংগাইর উপজেলা বালক দল ও শিবালয় উপজেলা বালিকা দল।
রবিবার (২১ নভেম্বর) শিবালয় উপজেলা বালিকা দল ৪৫-৪০ পয়েন্টে হরিরামপুর উপজেলা বালিকা দলকে এবং সিংগাইর উপজেলা বালক দল ৭৫-৫৪ পয়েন্টে ঘিওর উপজেলা বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন । এসময় মানিকগঞ্জ পৌর মেয়র মো: রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা ক্রীড়া সংস্থা কাবাডি উপ-পরিষদ আহবায়ক কাজী এনায়েত হোসেন টিপু ও সদস্য-সচিব সেলিম পারভেজসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের সহযোগিতায়, জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় জেলার সাত উপজেলার ১০টি কাবাডি দল। জেলায় চ্যাম্পিয়ন দলদুটি পরবর্তীতে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে এবং ধাপে ধাপে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে বলে জানান জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান।